Kolkata (From Praktan) - Anupam Roy

Anupam Roy

专辑:《Bangla Gaan Reloaded》

更新时间:2025-03-10 22:28:36

文件格式:flac

网盘下载

Kolkata (From Praktan) - Anupam Roy 歌词

Amake Amar Moto - Anupam Roy

আমাকে আমার মত থাকতে দাও

আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি

আমাকে আমার মত থাকতে দাও

আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি

যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক

সব পেলে নষ্ট জীবন

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর

কিছু সন্ধ্যের গুড়ো হাওয়া কাচের মত

যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও

দূরবীণে চোখ রাখবো নানানা

নানানানা নানানানা

এই জাহাজ মাস্তুল ছারখার

তবু গল্প লিখছি বাঁচবার

আমি রাখতে চাইনা আর তার

কোন রাতদূপুরের আবদার

তাই চেষ্টা করছি বারবার

সাঁতরে পাড় খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে

যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে

চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়

আশেপাশে আমি আর নেই

আমার জন্য আলো জ্বেলোনা কেউ

আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ

এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি

শেষ ট্রেনে ঘরে ফিরবো নানানা

নানানানা নানানানা

এই জাহাজ মাস্তুল ছারখার

তবু গল্প লিখছি বাঁচবার

আমি রাখতে চাইনা আর তার

কোন রাতদূপুরের আবদার

তাই চেষ্টা করছি বারবার

সাঁতরে পাড় খোঁজার

না নানানানানানা নানানানা না নানানানা

না নানানানানানা নানানানা না নানানানা

তোমার রক্তে আছে স্বপ্ন যত

তারা ছুটছে রাত্রিদিন নিজের মত

কখনো সময় পেলে একটু ভেবো

আঙুলের ফাঁকে আমি কই

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে

যত শুকনো পেয়াজ কলি ফ্রিজের শীতে

আমি ওবেলার ডালভাতে ফুরিয়ে গেছি

বিলাসের জলে ভাসবো না না না

নানানানা নানানানা

এই জাহাজ মাস্তুল ছারখার

তবু গল্প লিখছি বাঁচবার

আমি রাখতে চাইনা আর তার

কোন রাতদূপুরের আবদার

তাই চেষ্টা করছি বারবার

সাঁতরে পাড় খোঁজার

না নানানানানানা নানানানা না নানানানা

না নানানানানানা নানানানা না নানানানা

না নানানানানানা নানানানা না নানানানা